হবিগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে গাড়ি দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার শাহজাহপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা বাসচালক রাজু আহমেদ (৩৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সাকিনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিল। পথে সুতাং এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আর বাসচালকসহ বাস ও ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাসচালককেও মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন