ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু, আটক ১

 শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু, আটক ১

নিউজ ডেস্ক:  শেরপুরে হাতির আক্রমণ থেকে নিজেদের ফসলি জমি বাঁচাতে বিদ্যুতায়িত করে রাখায়, তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়। গারো পাহাড়ে বাতকুচি টিলাপাড়া এলাকায় ফসলি জমিতে দেওয়া জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয় হাতি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে হাতিটির মৃত্যু হয়। এ ঘটনায় ওই জমির মালিক শহিদুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি প্রতি রাতে খাবারের সন্ধানে লোকালয়ে আসে বন্যহাতির পাল। এতে স্থানীয়দের ফসলের জমি বাঁচাতে কৃষকরা বিভিন্নভাবে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। সরকারের নেওয়া সোলার ফেন্সিং প্রকল্প মুখ থুবড়ে পড়ায় নিজেদের জেনারেটরের মাধ্যমে ফসলি জমির চারপাশে বিদ্যুৎ ব্যবস্থা করে হাতি থেকে বাঁচার চেষ্টা করছেন তারা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় খাবারের সন্ধানে নামে। ধানক্ষেতে তাণ্ডবের একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় সঙ্গে থাকা অন্যান্য হাতিরা আরও ক্ষিপ্ত হয়ে সেখানে তাণ্ডবলীলা চালায়।

আরও পড়ুন

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দেওয়া জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় জমির মালিককে আটক করা হয়েছে।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি