আমোরিমই হলেন ম্যানইউ কোচ
স্পোর্টস ডেস্ক : কয়েকদিন ধরে গুঞ্জন ভাসছিল, রুবেন আমোরিমকে প্রধান কোচ করছে ম্যানইউ। শুক্রবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ক্লাব, বাড়তি এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
স্পোর্টিং লিসবন এখনই ছাড়ছেন না আমোরিম। ১১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন ম্যানইউতে। ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টেলরয় আরও তিন ম্যাচে ম্যানইউর ডাগআউটে থাকবেন। ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের মাঠে প্রথমবার আমোরিমের অধীনে খেলবে দল। আগামী মঙ্গলবার লিসবনে ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংয়ের দায়িত্বে থাকবেন আমোরিম।
আরও পড়ুনকঠিন সময়ে দায়িত্ব নিতে প্রস্তুত আমোরিম। প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে মাত্র ১১ পয়েন্টে ১৪তম স্থানে ক্লাব। এরিক টেন হ্যাগের রেখে যাওয়া বিপর্যস্ত ম্যানইউকে কোথায় নিয়ে যাবেন ৩৯ বছর বয়সী নতুন কোচ, সেটাই দেখার অপেক্ষা।
মন্তব্য করুন