ভিডিও সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান। তবে মেয়ের নাম বা ছবি প্রকাশ্যে আনছিলেন না তারা। অবশেষে ভক্তদের চমক দিয়ে শুক্রবার (১ নভেম্বর) রণবীর-দীপিকা মেয়ের ছবি ও নাম প্রকাশ করলেন

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ইন্সটাগ্রামে ছোট্ট মেয়ের ছবি পোস্ট করেন তারা। তবে মুখের নয়, মেয়ের পায়ের ছবি শেয়ার করেছেন এই তারকা দম্পতি। লাল কাপড়ের ওপর জরির কাজ করা পাজামা পরা দুটি পা দেখা যায় ছবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন, দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। দীপিকা ও রণবীর।  

এই পোস্টের পর স্পষ্ট মেয়ের নাম দুয়া রেখেছেন তারা। আর সঙ্গে জুড়ে দিয়েছেন মা-বাবার নামের পদবী। ছবি সামনে আনার পর থেকেই তারকা দম্পতিকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। বর্তমানে মেয়েকে সময় দিচ্ছেন নতুন এই বাবা মা। তাই  আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন রণবীর-দীপিকা। বলিউড তারকাদের প্রায় সবই সন্তানকে দেখাশুনার জন্য সহকারী রাখেন। তবে শোনা যাচ্ছে দীপিকা হাঁটছেন ভিন্ন পথে। মেয়ের জন্য কোনো সহকারী রাখেননি তিনি। কারণ নিজের মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। যার আভাস মিলে স্যোশাল মিডিয়াতে এই বলি নায়িকার বায়ো থেকে। সন্তান আসার পরই স্যোশাল মিডিয়ার বায়ো বদলে লেখেন, খাওয়াও, ঢেকুর তোলাও, ঘুম পাড়াও এবং আবার একই কাজ করো।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো মা হন দীপিকা। ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ সিনেমার শুটিং করার সময় দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর লেক কোমোতে রাজকীয়ভাবে দীপিকা ও রণবীর বিয়ে করেন। আর এবার তারা ছোট্ট দুয়াকে নিয়ে নতুন অধ্যায় লিখতে ব্যস্ত।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার

খাদ্যে ভেজাল

বগুড়ার কাহালুতে সন্ত্রাসী হামলায় নারীসহ ১২ জন আহত, ছয়জন আটক

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জন জেলহাজতে

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়