ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

আবারও ড্র করল লেভারকুসেন

আবারও ড্র করল লেভারকুসেন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় আরও একটি ম্যাচ ড্র করতে বাধ্য হলো বায়ার। এবার ঘরের মাঠে স্টুর্টগার্টের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাবি আলোনসোর শিষ্যরা। এর ফলে ১ পয়েন্ট বেশি নিয়ে বুন্দেসলিগার টেবিলে তিন নম্বরে উঠে আসলেও আজই আবার পাঁচ নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘরের মাঠে হলেও স্টুর্টগার্টের ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বায়ার লেভারকুসের। দুই দলই বল দখলের লড়াইয়ে ছিল প্রায় সমান অবস্থানে। তবে বায়ার লেবারকুসেনের জন্য দুর্ভাগ্যই বলতে হবে। দুটি বল বারে লেগে ফিরে এসেছে। আর একটি গোলের সবচেয়ে সহজ সুযোগ মিস করে ফেলেছে তারা। যার কারণে গোলশূন্য ড্র করতে বাধ্য হয়েছে তারা। আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে বায়ার লেভারকুসেন। তার আগে শেষ ৬ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। বাকি চারটিতেই ড্র।৯ ম্যাচে ১৬ পয়েন্ট বায়ার লেভারকুসেনের। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। আরবি লেইপজিগেরও পয়েন্ট সমান ২০। গোল ব্যবধানে তারা দ্বিতীয় স্থানে। ১৫ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইউনিয়ন বার্লিন এবং ফ্রেইবার্গ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি