ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

এই দেশে আর কোন স্বৈরাচার সরকারের ঠাঁই হবে না : বগুড়ায় সমাবেশে মাহমুদুর রহমান মান্না

এই দেশে আর কোন স্বৈরাচার সরকারের ঠাঁই হবে না : বগুড়ায় সমাবেশে মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার : নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দীর্ঘ পনের বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে দেশে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছেন।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই দেশে আর কোন স্বৈরাচার সরকারের ঠাঁই হবে না। আমরা এখন নতুন দেশ গড়বো, যে দেশে থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার।

তিনি গতকাল শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথাস্থ মুক্তমঞ্চে নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের আকাঙ্খিত নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। তারা আয়না ঘর বানিয়ে নিরিহ মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে। যে দেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই দেশে আবারও নতুন করে অনেককে জীবন দিতে হয়েছে।

আরও পড়ুন

আমরা দেশে শেখ হাসিনার মতো আর কোন স্বৈরাচার সরকার চাই না, আমরা স্বপ্নের বাংলা গড়তে চাই। যে দেশ হবে স্বৈরাচারমুক্ত লুটেরামুক্ত। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

নাগরিক ঐক্য বগুড়া জেলার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, মামুনুর রশিদ মামুন, পাপ্পু ইসলাম, পিয়াল রহমান, সাইদুর রহমান সাগর, শামীম আহমেদ, মোহাম্মাদ আলী সিদ্দিক, মামুনুর রশিদ, পপি বেগম, রাজিয়া সুলতানা ইভা, আবুল কালাম আজাদ শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক এনামুল সরকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি