হেরে গেছে আর্সেনালও
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে আরও একবার হোঁচট খেয়েছে আর্সেনাল। এবার নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে মিকেল আরতেতার শিষ্যরা। টানা ৬ ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল নিউক্যাসেল।
আগের ম্যাচের লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে আর্সেনাল। তার আগের ম্যাচে বোর্নমাউথের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। অর্থাৎ শেষ তিন ম্যাচে গানারদের ঝুলিতে জমা হয়েছে মাত্র ১ পয়েন্ট। শনিবার সেইন্ট জ্যামস পার্কে অ্যাওয়ে ম্যাচে শুরুতেই গোল হজম করে আর্সেনাল। ১২ মিনিটে আলেক্সান্ডার আইজ্যাকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউক্যাসেল। শেষ পর্যন্ত আর এই গোল শোধ করতে পারেনি গানাররা। আর্সেনাল গোলের সেরা সুযোগ তৈরি করেছিল ম্যাচের ইনজুুরি সময়ে। কিন্তু ক্রস থেকে আসা বলে ডেকলান রিসির হেড চলে যায় গোলবারের অনেকটা বাইরে দিয়ে।
আরও পড়ুন২০২৩ সালের ৪ নভেম্বর এই জেমস পার্কেই আর্সেনালকে ১-০ ব্যবধানে হারিয়েছিল নিউক্যাসেল। অর্থাৎ প্রায় এক বছর ঘরের মাঠে নিয়ে আর্সেনালকে হারালো তারা।
মন্তব্য করুন