মার্কিন নির্বাচনে এগিয়ে কে?
আন্তর্জাতিক ডেস্ক : এবিসি নিউজের একটি অভ্যন্তরীণ জরিপে বলা হয়েছে, জুলাইয়ের শেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস এগিয়ে রয়েছে। ন্যাশনাল পোলিং অ্যাভারেজে কমলা হ্যারিস ৪৮ শতাংশ এগিয়ে রয়েছে। খবর : বিবিসি
যদিও ন্যাশনাল পোলিংয়ের মাধ্যমে দেশব্যাপী একজন প্রার্থী কতটা জনপ্রিয় তার একটি নির্দেশনা পাওয়া যায়। কিন্তু এর মাধ্যমে নির্বাচনী ফলাফল সম্পর্কে সঠিক ধারণা দেওয়া ভালো কোনো পন্থা নয়। কারণ হিসেবে বলা যেতে পারে, যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় ইলেক্টোরাল কলেজ পদ্ধতি রয়েছে। যেখানে একটি রাজ্যের মোট জনসংখ্যার ওপর ভিত্তি করে ইলেক্টোরাল ভোট নির্ধারণ করা হয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে। একজন প্রার্থীকে জয়ী হওয়ার জন্য ২৭০ ইলেক্টোরাল ভোট দরকার। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য রয়েছে। এসবের বেশিরভাগ রাজ্যে এক ব্যক্তিকেই ভোট প্রদান করে। কিন্তু কিছু রাজ্যে দুই প্রার্থীকে ভোট দেওয়া হয়ে থাকে। আর এসব রাজ্যে দোদুল্যমান অবস্থায় থাকে প্রেসিডেন্ট প্রার্থীরা। ফলে দোদুল্যমান রাজ্যগুলোতে যে বেশি ভোট পান তিনি জয়ী হন। এবারের নির্বাচনে তেমনই দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য রয়েছে। যেখানে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কঠিন লড়াই হবে। পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, উইসকনসিন এবং মিশিগান। এসব রাজ্যের মধ্যে উইসকনসিন এবং মিশিগানে কমলার আধিপত্য কিছুটা কম।
আরও পড়ুনমন্তব্য করুন