ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শাহরুখের জন্মদিনে মেয়ে সুহানার বিশেষ বার্তা

শাহরুখের জন্মদিনে মেয়ে সুহানার বিশেষ বার্তা,ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ২ নভেম্বর শনিবার ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানা শেয়ার করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সেই কোলাজে ধরা পড়েছেন বাবা শাহরুখ খান। 

চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা গেছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এসব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশিরভাগ ছবিতেই বাবার কোলঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি শেয়ার করে সুহানা লিখেছেন শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এ পৃথিবীতে। 

আরও পড়ুন

আগামী বছর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘কিং’। এ ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা। তার আগে জন্মদিনে শাহরুখকন্যা সুহানা খান শেয়ার করে নিলেন বাবার সঙ্গে পুরোনো ছবি। সেই সঙ্গে বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই ভক্ত-অনুরাগীরা খুশি। এ ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এর পর একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তার পর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নিচে লেখা কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য? সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তার মুখের আদল যে তার বাবার মতো, তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সামাজিক যোগযোগমাধ্যমে। নিন্দুকেরা শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গর্বিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’