‘পড়শী’তে আসছে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’
অভি মঈনুদ্দীন: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম আলোচিত গায়ক ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুলের সঙ্গে আরেক জনপ্রিয় গায়িকা পড়শী’র বেশকিছু জনপ্রিয় গান রয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘জনম জনম’,‘ এক দেখায়’,‘ দ্বিতীয় জীবন’,‘ আবদার’,‘ বলে দাও’,‘ যতনে রেখেছি তোমায়’,‘ হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা দু’জন আবারো নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘কথা একটাই’। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল।
গেলো ১ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি ও বিএফডিসিতে এবং গেলো ২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’,‘ আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান। গানটি নিয়ে এরইমধ্যে পুরো টিম ভীষণ আশাবাদী। আশাবাদী ইমরান পড়শী দু’জনেই।
ইমরান মাহমুদুল বলেন,‘ পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি। যে কারণে প্রত্যেকটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার এবং পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়েরই লেখা। জীবন ভাইয়েরই লেখা জনম জনম গান আমরা দু’জন একসঙ্গে করি। যে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। তো আমার এবং পড়শীর নতুন গান করার জন্য বেশ রিকুয়েস্ট আসে। শ্রোতা দর্শকের কথা ভেবেই এই গানটি করা। আশা করছি সবার ভালো লাগবে।’
আরও পড়ুনপড়শী বলেন,‘ ইমরান ভাই এবং আমি যতোগুলো গান গেয়েছি বলা যায় প্রত্যেকটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই-নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমি-আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তো মনে হচ্ছে যে এবারও আমাদের তিনজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। পরিশেষে কথা একটাই-এই গান শুনে সবার ভালো লাগবে।’
এদিকে ইমরান জানান, নাজনীন নীহার সঙ্গে তার যে নতুন আরেকটি মৌলিক গান প্রকাশের কথা ছিলো তার মিউজিক ভিডিওর শুটিং-এখনো হয়নি। চলতি মাসেই দেশের বাইরে গানটির মিউজিক ভিডির শুটিং হবার কথা। ‘কথা একটাই’ গানটি শিগগিরই ‘পড়শী’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
মন্তব্য করুন