ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিপ্লবী জেনারেলসহ নিহত ২

ইরানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিপ্লবী জেনারেলসহ নিহত ২, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সীমান্ত এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি ছাদবিহীন খুদে উড়োজাহাজ (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন জেনারেলসহ অন্তত দুই সদস্যের প্রাণহানি ঘটেছে।

সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ছাদবিহীন খুদে উড়োজাহাজ দুর্ঘটনায় একজন জেনারেলসহ বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আইআরএনএ বলেছে, আইআরজিসির স্থল বাহিনীর একটি অতিহালকা ছাদবিহীন উড়োজাহাজ দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় দুর্ঘটনার কবলে পড়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সিরকান শহরে দুর্ঘটনার কবলে পড়েছে সামরিক উড়োজাহাজটি। ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদককারবারিদের সাথে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।

ফারস নিউজ এজেন্সি বলেছে, গোলেস্তান প্রদেশের নিনভা ব্রিগেডের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং তার পাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত ব্রিগেডের ওই কমান্ডার সে সময় কেন দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক উড়োজাহাজে গিয়েছিলেন তা জানায়নি এই সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি