ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো

বরখাস্ত হওয়া কোচের কাছে ক্ষমা চাইলেন ব্রুনো, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দলের দুর্দশায় বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। তারপর এই ডাচম্যানকে ফোন করে ক্ষমা চেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। ঠিক কী কারণে ক্ষমা চেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

টেনহাগের বরখাস্তের পর প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ম্যানইউ মুখোমুখি হয় চেলসির। সেখান থেকে ১-১ ড্র নিয়ে তারা মাঠ ছেড়েছে। তার পরই ব্রুনো জানান, টেন হাগের সঙ্গে তার কথোপকথনের কথা। তিনি স্বীকার করেছেন, দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দেরও নিজেদের ব্যর্থতার ভারটা নেওয়া উচিত, ‘যখন কোচকে চলে যেতে হয়, তখন কিন্তু কিছু দায় নিজের কাঁধেও নিতে জানতে হয়। কারণ দল ভালো করছে না।’ স্কাই স্পোর্টসকে ব্রুনো বলেছেন, ব্যর্থতার জন্য ১৫ জন খেলোয়াড়ের চেয়ে কোচকে ছাঁটাই করা সহজ, ‘১৫জন খেলোয়াড় সরানোর চেয়ে কোচকে সরিয়ে দেওয়া সহজ। আমি টেন হাগের সঙ্গে কথা বলেছি, তার কাছে ক্ষমা চেয়েছি। আমি খুব হতাশ হয়েছি তাকে এভাবে চলে যেতে হয়েছে দেখে। চেষ্টা করেছি তাকে সাহায্য করতে। আমিও গোল পাচ্ছিলাম না। দলও স্কোর করতে পারছিল না। তাই নিজেকে দায়ী মনে করছিলাম।’

আরও পড়ুন

কোচ চলে যাওয়ার বিষয়টাকে ভালোভাবে নিতে পারেননি ব্রুনো। তার মতে, ‘কোচ চলে যাওয়ার বিষয়টা কারও জন্যই সুখকর না। কারণ দল সেরা অবস্থায় নেই, ফলও ভালো হচ্ছে না। অথচ মাশুল দিতে হচ্ছে তাকে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বাস-লরির সংঘর্ষে মহাসড়কে ব্যাহত যান চলাচল 

নেত্রকোনায় মাদক ও চোরাচালানে জড়িত সন্দেহে তিন আটক

সরকারি কর্মচারীদের জন্য ৯ দফা নির্দেশনা

মুন্সীগঞ্জে মিরকাদিমে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, আটক-১

ভারতের হাসপাতালে আবারও নার্সকে ধর্ষণ 

খেলা চলাকালে বজ্রপাতে প্রাণ গেল ফুটবলারের