ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

আগাম ভোট দিয়ে কমলা বললেন ‘আমরা জিততে যাচ্ছি’

আগাম ভোট দিয়ে কমলা বললেন ‘আমরা জিততে যাচ্ছি’, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। তার আগেই গতকাল রোববার আগাম ভোট দিয়েছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। খবর : স্কাই নিউজ। 

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে হ্যারিস জানান, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তার সেই ব্যালট এখন ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে। এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেন হ্যারিস। ভিডিওতে তাকে পোস্টাল ব্যালট পেপার ধরে থাকতে দেখা যায়। এসময় তিনি দেশটির নাগরিকদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, ‘আপনাদের স্বরই আপনাদের ভোট, আপনাদের ভোট মানে আপনাদের ক্ষমতা।’ কমলা আরও বলেন, ‘হ্যাঁ, এবারের নির্বাচনে খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। তবে আমরা জিততে যাচ্ছি।’ 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এই সুবিধা। আগামীকাল ৫ নভেম্বর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা। দিনটি মঙ্গলবার অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে কর্মদিবস হওয়ায় অনেক ভোটার কেন্দ্রে যেতে পারবেন না, আর এই কারণে যুক্তরাষ্ট্রে ভোটারদের আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত ৭ কোটি ৭০ লাখেরও বেশি আমেরিকান ইতিমধ্যে এবারের নির্বাচনে তাদের আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ২১ লাখ ৯৫ হাজার ১৮ জন ভোটকেন্দ্রে দিয়ে ভোট দিয়েছেন। এছাড়া ডাকযোগে ভোট দিয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৭৪ জন। যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার বয়স হয়েছে এমন মোট জনসংখ্যা ২৩ কোটির বেশি। তবে নিবন্ধিত ভোটার প্রায় ১৬ কোটি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার