কোম্পানীগঞ্জে কাদের মির্জার সহযোগী পিচ্চি মাসুদ গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২১ মামলার আসামি আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার সহযোগী হিসেবে পরিচিত।
আরও পড়ুনকোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, ‘পিচ্চি মাসুদকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
২০২১ সালের ১৩ মে বিকেলে পিচ্চি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে দলীয় প্রতিপক্ষের নেতাদের ওপর অস্ত্র হাতে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়। পরে ২০২২ সালের ৩০ জানুয়ারি কেচ্ছা রাসেল ও পিচ্চি মাসুদ অস্ত্রসহ গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ান।
মন্তব্য করুন