ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় ট্রেন আটকে রেখে ছাত্র-জনতার বিক্ষোভ

কুষ্টিয়ায় ট্রেন আটকে রেখে ছাত্র-জনতার বিক্ষোভ

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত চলাচলের দাবিতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া রেলস্টেশনে এক ঘণ্টা আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরীরা।

 

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। পরে আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ এবং বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক।

আরও পড়ুন

 

কুষ্টিয়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানানো হবে।

২০২৩ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চালু হয়। এতে স্থানীয়রে ঢাকায় যাতায়াতে সুবিধা হতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি