বগুড়ার রাজা বাজার থেকে প্রায় দেড় হাজার কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে আজ সোমবার (৪ নভেম্বর) শহরের রাজা বাজারের জি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার ৪৮০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বাজারজাত করার কারণে এই জরিমানা করা হয়। জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
মন্তব্য করুন