ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিটিভির জ্যেষ্ঠ প্রকৌশলী মনিরুলকে দুদকে তলব

বিটিভির জ্যেষ্ঠ প্রকৌশলী মনিরুলকে দুদকে তলব

 উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেয়ার নামে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (৪ নভেম্বর)  দুদকের উপ-সহকারী পরিচালক খাইরুল হাসান স্বাক্ষরিত তলবি নোটিশে মুনিরুল ইসলামকে ৬ নভেম্বর দুপুর ১২টায় সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।  

দুদক জানায়, ২০২২ সালের ১৫ মে বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক মুনির আহমেদের বিরুদ্ধে বিভিন্ন উপকেন্দ্রের কাজ না করিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়ার মাধ্যমে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৩ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলীর নেতৃত্বে পরিচালিত এনফোর্সমেন্ট টিমের অভিযানে এর প্রাথমিক সত্যতা মিলেছিল।

আরও পড়ুন

তলবি নোটশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক (অ. দা.) মুনির আহমেদের বিরুদ্ধে কোয়ালিটি পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল প্রদানের মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ছকে বর্ণিত মনিরুল ইসলামের বক্তব্য শ্রবণ ও গ্রহন করা একান্ত প্রয়োজন। 


দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের ১৪টি উপকেন্দ্রে নতুন ২৫০ কেভিএ সাব-স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার সঠিকভাবে কাজটি সম্পন্ন না করায় প্রথমে সম্পূর্ণ বিল প্রদান না করে আংশিক বিল প্রদান করা হয়েছিল। কিন্তু প্রকল্প পরিচালক হিসেবে মনির আহমেদ দায়িত্ব পাওয়ার পর ঘুসের বিনিময়ে ঠিকাদারকে ৪০ লাখ ১৫ হাজার ৮৬৫ টাকার বিল দিয়ে দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে জমির দখল নিয়ে সংঘর্ষ বাড়ছে

ডা . শামীমার বড় বোন রঞ্জনার ইন্তেকাল