ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও বিভিন্ন মূসক অব্যাহতি

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও বিভিন্ন মূসক অব্যাহতি

আগামী বছরের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার।

একই সঙ্গে যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি এর ওপর থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার ২০২৫ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী যাত্রীদের জন্য এ সুযোগ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এক বিশেষ আদেশে এ জারি করেছে।

আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়া। টিকেটের উপর প্রযোজ্য শুল্ক ও ফি ও মূসক হ্রাস বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে।

এসব পদক্ষেপে হজ যাত্রীদের কত টাকা সাশ্রয় হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে অবশ্য কিছু বলা হয়নি।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকেটের ওপর যাওয়া আসায় মিলিয়ে চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এর আগেও বিভিন্ন সময়ে সরকার হজযাত্রীদের বিমানের টিকেটে শুল্ক অব্যাহতি দিয়েছে।

 

এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি খুব একটা বেশি থাকে না।

আরও পড়ুন

গত বুধবার আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। মক্কা থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়ায় বাড়ি ভাড়া করে সেখানে রাখা হবে হজ যাত্রীদের।

এই প্যাকেজের বাইরে এবার যাত্রীদেরকে ৪০ হাজার টাকা আলাদা নিতে হবে।

যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছর সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল।খাবারের টাকাও প্যাকেজে ধরা ছিল।

গত বছর হজে যেতে একটি স্পেশাল প্যাকেজ ছিল, সেটি এবার রাখা হয়নি। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন গত ৩০ অক্টোবর বুধবার দুপুরে সচিবালয়ে নির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনেভা ক্যাম্পের ‘বোমা কারিগর’ কসাই সোহেল গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২৩ 

ইসলামি মহাসম্মলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

সাগরপথে মালয়েশিয়ায় পাচার কালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ গ্রেপ্তার

শারজাহতে ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ

ইটভাটার পাশ থেকে ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, ২ আটক