ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার!

আবারও চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার!, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নেইমার আর চোট যেন সমার্থক শব্দই হয়ে গেছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময়ে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে ব্রাজিল তারকাকে। সর্বশেষ চোটের কারণে এক বছরেরও বেশি সময় ছিলেন মাঠের বাইরে। গত সপ্তাহেই চোট কাটিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু ফিরতে না ফিরতেই আবার চোটে পড়লেন।

মাঠে ফেরার পর গতকাল আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল হিলালের কোচ তাকে মাঠে নামিয়েছিলেন বদলি হিসেবে, ৫৮ মিনিটে। কিন্তু ৮৬ মিনিটে তাকে বদলি করতে হয়। মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার যখন মাঠে নেমেছিলেন, আলেক্সান্দর মিত্রোভিচের জোড়া গোলে আল হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ ছাড়ার আগে মিত্রোভিচ আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আল হিলালও এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি এস্তেগলাল এফসি’র বিপক্ষে ৩-০ গোলেই জিতেছে।

আরও পড়ুন

ম্যাচের ৮৪ মিনিটের সময় নেইমার ঊরুতে সমস্যা অনুভব করেন। সাইডলাইনে গিয়ে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু মাঠে আর নামতে পারেননি। মিনিট দুয়েক পর তাকে তুলে নেন আল হিলালের কোচ। এর আগে নেইমার এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন হাঁটুর লিগামেন্টের চোটের কারণে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ নির্বাচনী ভাষণে যা বললেন ট্রাম্প-কমলা

উচ্চ শিক্ষা আলোচনার বিশ্বমঞ্চে  বাংলাদেশের প্রতিনিধি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে চাইছে বার্সা

দক্ষিণ ভারতে কমলার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন

তিন সন্তানকে সাক্ষি করে বিয়ে করলেন সানি লিওন!

যুক্তরাষ্ট্রে যেভাবে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট