ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কুয়াকাটা সৈকতে অবৈধ দখলমুক্ত অভিযানে যৌথবাহিনী 

কুয়াকাটা সৈকতে অবৈধ দখলমুক্ত অভিযানে যৌথবাহিনী 

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসনসহ যৌথবাহিনী। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্যুরিস্ট পুলিশ বক্সের সামনে থেকে এই অভিযান শুরু করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। 

অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা শত শত স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। আগামী দুই দিন এ অভিযান চলবে বলে জানায় উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

এর আগে অবৈধ দখলদারদের বিচ ম্যানেজমেন্ট কমিটির নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য গত ৩ দিন সপ্তাহ যাবৎ মাইকিং করে পাউবো কর্তৃপক্ষ। যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমরা পাঁচ শতাধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পার হলেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। আমরা জেলা প্রশাসকের নির্দেশে যথাযথ আইনি প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি