ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাংনীতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে পৌনে ৩ কেজি গাঁজাসহ তৌফিক মোল্লাকে (২৭) আটক করেছে সিপিসি-৩ র‌্যাব-১২ মেহেরপুর কোম্পানীর সদস্যরা। 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পৌনে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক তৌফিক মোল্লা উপজেলার খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে।

সিপিসি-৩, মেহেরপুর র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, আশরাফউল্লাহ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সিপিসি-৩, র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোশারফ হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো ৫ টি পোঁটলায় ২.৭ কেজি গাঁজাসহ তৌফিক মোল্লা নামের এক  মাদক কারবারিকে আটক করেন। এ সময় মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহারিত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বলেও মন্তব্য করেন র‌্যাবের ওই কর্মকর্তা।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি