ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

জরায়ু ক্যান্সার কি?

জরায়ু ক্যান্সার কি?

জরায়ুর ভিতরে এন্ডোমেট্রিয়াম নামের অংশে এক ধরনের কোষ থাকে সেখানে ক্যান্সার হলে তাকে জরায়ু ক্যান্সার বলে।
প্রাদুর্ভাবঃ ২০২০ সালে আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৩৬৮ জন, মৃত্যুবরণ করেছেন ৯ লাখ ৭ হাজার ৭২৩ জন। গড় বয়স ছিল ৫০ এর উপরে। সাধারণত মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পরে এই ক্যান্সার হয়ে থাকে। আক্রান্ত হওয়ার গড় বয়স ৬১ বছর। তবে ৫-৩০ শতাংশ ৫০ বছরের নিচেও হতে পারে। 
নারীদেহের ক্যান্সারগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি হয়ে থাকে। তবে সাধারণভাবে নারীদেহের ক্যান্সারগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
কারণঃ প্রকৃত কারণ জানা যায়নি। তবে উচ্চ ঝুঁকির কারণসমূহ নিম্নরূপঃ
 দীর্ঘমেয়াদী ইস্ট্রোজেনের প্রভাবঃ শরীরে ইস্ট্রোজেন হরমোন নিলে। অল্প বয়সে ঋতুস্রাব শুরু ও বেশি বয়সে বন্ধ হওয়া, নিঃসন্তান নারী, নিয়মিত মাসিকের সাথে ওভ্যুলেশন না হওয়া, ইস্ট্রোজেন তৈরি করে এমন টিউমার।
জনতাত্ত্বিক বিষয়: বয়স, শ্বেতবর্ণের মানুষ, উচ্চ আর্থসামাজিক অবস্থান, স্তন, জরায়ু ও কোলন ক্যান্সারের পারিবারিক ইতিহাস।
অন্যান্য শারীরিক সমস্যাঃ ডায়াবেটিস, পিত্তথলির সমস্যা, লিভার সিরোসিস, স্থুলতা, উচ্চ রক্তচাপ, তলপেটে রেডিওথেরাপি পেলে।
জেনেটিক কারণঃ সাধারণত ১০% ক্ষেত্রে জীনগত কারণ থাকে।
জরায়ুতে পূর্ববর্তী সমস্যা: এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া তাদের ৩০% জরায়ু ক্যান্সারে রুপান্তরিত হতে পারে।
লক্ষণসমূহঃ
প্রাথমিক অবস্থায়ঃ সবচেয়ে বেশি যে লক্ষণ নিয়ে আসে তা মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক রক্তপড়া।
সাধারণ মহিলাদের ক্ষেত্রে: দীর্ঘস্থায়ী, অতিরিক্ত বা ঘন ঘন মাসিক এবং সাথে স্থুলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকতে পারে। যেসব নারীর মাসিক স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।
তলপেট ব্যথাঃ প্রায় ১৫% ক্ষেত্রে তলপেটে হালকা ব্যথা অনুভূত হতে পারে
অগ্রবর্তী অবস্থায়ঃ পেট ফুলে থাকা, শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, জন্ডিস দেখা দিতে পারে।
অন্যান্য সাধারণ লক্ষণের মধ্যে: ওজন কমে যাওয়া, অরুচি, অতিরিক্ত শারীরিক দুর্বলতা অন্যতম। 

ডাঃ মোঃ তৌছিফুর রহমান
এমবিবিএস, বিসিএস, এমডি (অনকোলজি)
কনসালটেন্ট, টিএমএসএস ক্যান্সার সেন্টার
চেম্বারঃ ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় প্রত্যাবর্তনে ৯ গোলের ম্যাচে বার্সার জয়

খালেদা জিয়ার সার্বিক  চিকিৎসার সর্বশেষ যা জানা গেলো 

কারওয়ান বাজার থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিলো পুলিশ

বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে সতর্কতা জারি

বোমা হামলার হুমকি পাওয়া বিমানে চলছে তল্লাশি

‘শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর’