ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এই বিক্ষোভ শুরু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সড়ক অবরোধ থাকায় শত শত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন।

গাজীপুর শিল্প-পুলিশ ও শ্রমিকরা জানান, গাজীপুর সিটি করপোরেশনে মালেকের বাড়ি এলাকায় টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। বকেয়া বেতনের দাবিতে টিঅ্যান্ডজেড গ্রুপের ছয়টি কারখানায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানিয়ে এলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে গতকাল সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘দুই মাস ধরে বেতন দিচ্ছি-দেব বললেও এখন পর্যন্ত বেতন-ভাতা পাইনি। যার কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’

আরও পড়ুন

 

গাজীপুর শিল্প-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রাইভেট কারে মিললো ৫০৮ বোতল ফেনসিডিল, ৩ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের ২২শ’ বাঁধাকপির চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

সিরাজগঞ্জের কাজিপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ১

‘নারীদের স্বাধীনতা,মানুষের নিরাপত্তা,কর্মসংস্থান নিশ্চিত করতে পারলে তাকেই সংস্কার বলব’ 

টাইগারদের সহকারী কোচ হলেন সালাউদ্দিন