ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় প্রাইভেট কারে মিললো ৫০৮ বোতল ফেনসিডিল, ৩ জন গ্রেফতার

বগুড়ায় প্রাইভেট কারে মিললো ৫০৮ বোতল ফেনসিডিল, ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫০৮ বোতল ফেনসিডিলসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে৷ গতকাল সোমবার দিনগত গভীর রাতে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলো, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বেউরঝাড়ী চড়ইগাদি এলাকার মৃত লুদু মিয়ার ছেলে রবিউল আলম (৩৯), কাসুয়া বেহারীপাড়া এলাকার  মোঃ শহিদ হোসেনের ছেলে শামিম হোসেন(২৮) এবং একই এলাকার মৃত ইয়াজ আলী মুন্সির ছেলে আলিম উদ্দিন(৫০)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, ৫টি সীমসহ মোবাইল, ৩টি ব্যাগ এবং ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়৷

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানএসব তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় মহাসড়কে একটি প্রাইভেট কার তল্লাাশি করে ২টি লাগেজ থেকে ৫০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এ সময় একটি প্রাইভেট কার, ৫টি মোবাইল, ৫টি সীম, ৩টি ব্যাগ এবং ১৬ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি