ভিডিও বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বাগেরহাটে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপি নেতা ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ডেমা গ্রামের নিজ বাড়ি থেকে চাচা কামাল তরফদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে বাগেরহাট শহরে যাচ্ছিলেন।

দুপুর ২টার দিকে পাশের গ্রাম মির্জাপুর আমতলা মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। এসময় গুলিতে মোটরসাইকেলে থাকা সজিবের চাচা কামাল তরফদার আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও আলামত জব্দ করেছে। প্রকাশ্য দিবালোকে হওয়া এই হত্যাকারীদের বিচার চেয়েছেন স্বজন ও স্থানীয় বিএনপির নেতারা।

স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তাদের।

আরও পড়ুন

বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, নিহত সজীব বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমী কায়সার গ্রেফতার

ভোট দিলেন ট্রাম্প; জয়ের বিষয়ে খুবই আত্মবিশ্বাসী

সাংবাদিকরা দেশের পিলার ও সংবাদ সমাজের আয়না : রংপুরে নবাগত বিভাগীয় কমিশনার

পাবনার ভাঙ্গুড়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৪ ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারি চাল উদ্ধার

নওগাঁর মান্দায় চার্জার ভ্যানসহ কিশোর চালক নিখোঁজ