ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

বঙ্গোপসাগর থেকে মিয়ানমারে নিয়ে গেলো ১৫ নৌকাসহ ২০ জেলে

বঙ্গোপসাগর থেকে মিয়ানমারে নিয়ে গেলো ১৫ নৌকাসহ ২০ জেলে

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। তবে তাৎক্ষণিক ওই জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ১৫টি ডিঙ্গি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিচয় পাওয়া যায়নি। জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ১৫টি ডিঙি নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা- এমন সংবাদ পেয়েছি। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে সর্বশেষ গত ৯ অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তার মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুইজন আহত হন।  পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি