ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

যবিপ্রবির চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা; বরখাস্ত ১

যবিপ্রবির চলন্ত বাসে শ্লীলতাহানির চেষ্টা; বরখাস্ত ১

নিউজ ডেস্ক:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী চলন্ত বাসে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ল্যাব সহকারী মনিরুজ্জামান নামে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাক্ষরিত এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মচারী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব সহকারী মনিরুজ্জামান। 

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অভিযুক্ত কর্মচারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। 

আরও পড়ুন

লিখিত অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যবিপ্রবি ক্যাম্পাস থেকে মনিরামপুরগামী বাসে গত সোমবার (৪ নভেম্বর) অভিযুক্ত মনিরুজ্জামান ভুক্তভোগী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থীর পেছনের সিটে বসেছিলেন। এক পর্যায়ে মনিরুজ্জামান জানালার পাশের ফাঁকা জায়গা থেকে ছাত্রীর গায়ে হাত দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পরে ওই শিক্ষার্থী মঙ্গলবার সকালে তার সহপাঠীদের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মনিরামপুরগামী বাস ক্যাম্পাসে প্রবেশ করলে বাস থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে নিচে নামান। 

এ সময় তার সহপাঠী শিক্ষার্থীরা তাকে (মনিরুজ্জামান) চড় থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে আইপিই বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ জানালে অভিযুক্ত কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন বলেন, অভিযুক্ত মনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি