ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩

বাগেরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩

নিউজ ডেস্ক:  বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। 

আহতরা হলেন- মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির ও ইসরাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।  

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের খারদ্বার এলাকায় তারিফ হোসেন ও রুবেলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি