ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

জয়ের আশা শেষ, ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন না কমলা

জয়ের আশা শেষ, ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন না কমলা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের তিন সুইং স্টেটে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় জয়ের আশা শেষ গেছে কমলা হ্যারিসের। ফলে নির্বাচনের রাতে আজ ভোটারদের উদ্দেশে কোনো ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (৬ নভেম্বর) কমলা হ্যারিসের প্রচারণা টিমের কো-চেয়ারম্যান ক্যাড্রিক রিচমন্ড সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রিচমন্ড বলেন, আমরা এখন ভোটের দিকে নজর রাখছি। এখনও এমন অনেক রাজ্য রয়ে গেছে, যেগুলো ফলাফল প্রকাশ করেনি। রিচমন্ড বলেন, আমাদের কাছে প্রতিটি ভোট, প্রতিটি কণ্ঠস্বর মূল্যবান। যারা আমাদের নির্বাচনী প্রচারণা অভিযানে স্বেচ্ছাশ্রম দিয়েছেন এবং সেই সঙ্গে যারা আমাদের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ।

এদিকে সুইং স্টেট পেনসিলভানিয়া জয়ের পর নিজেকে বিজয়ী ঘোষণা করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ তাদের জরিপে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে জয়ী দেখানোর পর ট্রাম্প দাবি করেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। শুধু তাই নয়, রিপাবলিকানরা গুরুত্বপূর্ণ জয়ের সঙ্গে সঙ্গে সিনেটের নিয়ন্ত্রণও নিশ্চিত করেছে। ইতোমধ্যে জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে। তিন অঙ্গরাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন

হোয়াইট হাউস পুনরুদ্ধারের লড়াইয়ে ফিফটি ফিফটি চান্স নিয়ে নির্বাচনে গিয়েছিলেন ট্রাম্প। তার নির্বাচনে আসা নিয়ে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সবকিছুকে ছাপিয়ে তিনি ২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার