ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাজীগঞ্জ এলাকায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মারুফ ভূঁইয়া (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে দুর্ঘটনায় মারুফ আহত হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারুফ রামগতির আ স ম আবদুর রব সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং হাজীগঞ্জ বাজার এলাকার মো. জামাল ভূঁইয়ার ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মারুফ ভূঁইয়া মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মারুফ ভূঁইয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১টার দিকে মারা যান মারুফ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ ভূঁইয়া আহত হন। পরে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার