তেঁতুলিয়ায় উত্তরের জেলাগুলোতে ধীরলয়ে নামছে শীত
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : সাধারণত আশ্বিন মাসের ‘আশিন সাঁতাও’র পর শীত নামতে শুরু করলেও এবার শীত মৌসুম শুরু হচ্ছে কিছুটা দেরিতে। তবে ধীরলয়ে শীত নামতে শুরু করেছে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে। গত চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
আর রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আকাশে মেঘ থাকায় সর্বনিম্ন তাপমাত্রা নামছে ধীরে-জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দুই/তিন দিনের মধ্যে মেঘ কেটে গেলেই নামতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর শুরু হয়ে যাবে শীত মৌসুম।
আর উত্তরের আকাশ থেকে দুই/তিন দিনের মধ্যে মেঘ কেটে গিয়ে দেখা মিলবে নয়ানাভিরাম কাঞ্চনজঙ্ঘা এমনটাই আশা করেছেন জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায়। দেশের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের প্রস্তুতি নেয়ারও আহবান জানিয়েছেন তিনি। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, গতকাল মঙ্গলবার সকাল ছয়টা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন সোমবার ১৮.৪, রোববার ২০.১ এবং শনিবার ২০.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তিনদিনই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ধীরে ধীরে নামছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও।
গত সোমবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়ায় সন্ধ্যার পর থেকেই বেশ শীত অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই এখন বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ। রাতে শোয়ার সময়ই নিতে হচ্ছে কাথা অথবা কম্বল।
আরও পড়ুনএদিকে শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে জমে উঠতে শুরু করেছে মৌসুমী ব্যবসা। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হরেক রকমের পিঠার পসরা নিয়ে বসছেন ব্যবসায়ীরা। উঠতে শুরু করেছে নতুন ধান। মৌসুমের শুরু নতুন ধানের নতুন পিঠার স্বাদ গ্রহণ করতে অনেকেই হাজির হচ্ছেন মৌসুমী পিঠার দোকানগুলোতে। পঞ্চগড় জেলা শহরের বকুলতায় আপন পিঠা হাউজে দেখা গেছে বিকেল থেকে অনেক রাত পর্যন্ত ভীর জমাচ্ছেন পিঠাপ্রেমীরা।
ভাপা, চিতই, দুধপিঠা, গুড়গুড়িয়া, নারকেল-গুড় লাড্ডুসহ হরেক রকমের পিঠার স্বাদ গ্রহণ করছেন অনেকেই। কেউ কেউ আবার পিঠা পার্সেল করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। জেলা শহরের রাজনগর এলাকার কামরুজ্জামান কুয়েত জানান, এখানকার খেজুর গুড় দিয়ে তৈরী গরম ভাপা পিঠা স্বাদই আলাদা। তাই নিজে খেয়ে পরিবারের জন্যও নিয়ে যাচ্ছি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জীতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় গত চারদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আগামী দিনগুলোতে তামপাত্রা নামবে ধীরে ধীরে। মধ্য নভেম্বর থেকে জেঁকে বসতে শুরু করবে শীত।
তবে আগামী ২/৩ দিনের মধ্যে মেঘ কেটে গেলেই পুরো চেহারা নিয়ে শীত শুরু হয়ে যাবে। পরিস্কার হবে আকাশ; বাড়বে কুয়াশা, বইতে শুরু করবে উত্তরের শীতল হাওয়া।
মন্তব্য করুন