দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে সহকারী ২ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
রংপুর প্রতিনিধি : বিভিন্ন অভিযোগে গত অক্টোবর মাসে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে সহকারী দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন বিভাগ।
প্রতারণা ও জাল জালিয়াতি করে সরকারের ১ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে গাইবান্ধা জেলার পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক হিসাবরক্ষক বর্তমানে সহকারী পল্লী উন্নয়ন অফিসার (সাময়িক বরখাস্ত) আনিছুর রহমানের বিরুদ্ধে ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন।
প্রতারণা অপরাধজনক বিশ্বাস ভঙের মাধ্যমে সরকারি ১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে ২৩ অক্টোবর মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা।
আরও পড়ুনক্ষুদ্র ঋণের আদায়কৃত ৯ লাখ ৪৬ হাজার টাকা সরকারি হিসাবখাতে জমা প্রদান না করে আত্মসাত করার অভিযোগে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক বেলাল হোসেন।
মামলা দায়েরের কথা স্বীকার করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. হোসাইন শরিফ জানান, অক্টোবর মাসে বিভিন্ন অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন