নেশার ট্যাবলেট না দেয়ায়
বগুড়ায় ফার্মেসির মালিকসহ দুই জনকে ছুরিকাহত
স্টাফ রিপোর্টার : বগুড়ায় নেশার ট্যাবলেট না দেওয়ায় ওষুধ ব্যবসায়ী সাকিরুল ইসলাম(২৬) ও তার কর্মচারী রবিউল ইসলাম (২৩)কে ছুরিকাহত করা হেেয়ছে। করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া শহরের নাটাইপাড়া বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাকিরুলের স্বজনরা জানায়, উল্লেখিত এলাকায় সিনান ফার্মেসী নামে একটি ওষুধের দোকান পরিচালনা করেন গাবতলীর বালিয়াদিঘী এলাকার হাফিজার রহমানের ছেলে সাকিরুল ইসলাম। তার ফার্মেসীতে কাজ করেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সামসাবাদ এলাকার রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৩)।
আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দুই যুবক ওই ফার্মেসীতে গিয়ে নেশার ট্যাবলেট দিতে বলে। এ সময় ফার্মেসি মালিক সাকিরুল ও কর্মচারী রবিউল তাদেরকে জানায় তারা নেশার ট্যাবলেট বিক্রি করে না। এ সময় একথা শুনে উত্তেজিত হয়ে ওই দুই যুবক ফার্মেসীর মালিক সাকিউল ও কর্মচারী রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাকিউলের নিতম্বে ও রবিউলের উরুতে ছুরিকাঘাত করা হয়।
আরও পড়ুনপরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ির এসআই লালন জানান, বৌ বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহতদের সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন