সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে: প্রেস সচিব
বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
আজ বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উনি (ডোনাল্ট ট্রাম্প) যখন টুইট করেছিলেন তখন তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট (প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন। আমরা মনে করি উনাকে মিস ইনফর্ম (ভুল তথ্য) করা হয়েছে। এখন যেহেতু ইউএসের (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট হবেন উনি, এখন দেখবেন আসলে ঘটনাটি কী হয়েছে।
ট্রাম্পের টুইট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশে মার্কিন অ্যাম্বাসি (দূতাবাস) আছে তারা দেখছে এখানে মাইনরিটি (সংখ্যালঘু) নিয়ে আসলে কী ঘটনা হচ্ছে। উনি এখন প্রেসিডেন্ট হিসেবে অ্যাকচুয়াল পিকচারটা (প্রকৃত ঘটনা) জানবেন। বাংলাদেশ সরকার গণতান্ত্রিক ট্রানজেকশনে কাজ করছে। সেহেতু ট্রাম্পও চাইবেন পুরো বিশ্বে ডেমোক্রেসিটা ছড়িয়ে পড়ুক। সেই জন্য আমাদের সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। বাংলাদেশে মাইনরিটি রিগরেশন নিয়ে অসংখ্য রকমের মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বলেছে ৯ জন হিন্দু মারা গেছেন ধর্মীয় সহিংসতায়। আপানারা দেখবেন নেত্র নিউজ সিস্টেমেটিক্যালি দেখিয়েছে তারা কীভাবে মারা গেছেন। মৃত্যুর পেছনে ধর্মীয় কারণ ছিল না। তবে রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ থাকতে পারে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমরা বলবো বাংলাদেশের মাইনরিটি গ্রুপের রিপোর্ট নিয়ে অনেক ধরনের ক্যাম্পেইন হয়। আমরা আশা করবো তারা রেস্পন্সিবল রিপোর্টিং করবেন। যেটা সত্য আমরা চাই সেটাই ফুটে উঠুক। অসত্যকে যেন আমরা ছড়িয়ে না দিই।
মন্তব্য করুন