কক্সবাজারে ৪৪ মামলার আসামি সন্ত্রাসী জিয়া গ্রেপ্তার
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। ভূমিদস্যুতা, চিংড়িঘের দখলসহ ভয়ংকর অপরাধে জড়িত কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় এলাকার সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ বুধবার (৫ নভেম্বর) ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াবুল হক জিয়া কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে। জিয়া ওই এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৪৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক, ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। তার আতঙ্কে এলাকাবাসী অনিরাপদে নির্ঘুম রাত্রিযাপন করতেন। এই জিয়াবুল হক জিয়ার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র্যাব। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনএ সময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন