বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাশ্রমে বাঙালি নদীর ওপর প্রায় ৩শ’ মিটার দৈর্ঘ্য বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মাণের ফলে পূর্ব সোনাতলার সাথে পশ্চিম সোনাতলা এলাকার মানুষের যোগাযোগের সেতুবন্ধন স্থাপিত হয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা এলাকায় বাঙালি নদীর ওপর সেতু নির্মাণের স্বপ্ন দেখছিলেন ওই এলাকার নদীপাড়ের বসবাসকারী মানুষেরা। কিন্তু এলাকাবাসীর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অবশেষে তাদের উদ্যোগে বাঙালি নদীতে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে। সাঁকো নির্মাণের উদ্যোগ নেন ওই নদীর দু’ধারের ১২টি গ্রামের মানুষ।
তাদের সেই উদ্যোগ থেকে সংগ্রহ করা হয় বাঁশ। প্রায় ১২শ’ বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। সাঁকোটি নির্মাণে এলাকাবাসীদের পাশাপাশি বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ান। এটি নির্মাণ করতে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়। সাঁকোটির কারণে আশপাশের প্রায় ১২টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দীর্ঘদিনের ভোগান্তির পরিসমাপ্তি ঘটেছে।
এ বিষয়ে স্থানীয় হলিদাবগা গ্রামের নুরুজ্জামান বাদল, বাউল মুকুল, রোস্তম আলী মন্ডল, ডা. আজাহার আলী, উপাধ্যক্ষ তরিকুল আলম স্বপন বলেন, আমরা নদী পাড়ের দু’ধারের লোকজন বাঁশ দিয়ে বাঙালি নদীর ওপর সাঁকো নির্মাণের উদ্যোগ নিই। ইতিমধ্যেই সাঁকোটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট। এই খেয়াঘাটের ওপর একটি হাট রয়েছে। এই খেয়াঘাটে ব্রিজ নির্মাণ করা হলে এটি একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, এখানে বাঙালি নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব প্রায় ৩শ’ মিটার। এখানে স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এখানে গার্ডার ব্রিজ নির্মাণ করতে প্রায় দেড়শ’ কোটি টাকার প্রয়োজন।
মন্তব্য করুন