সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নামে টোল আদায়, আটক ৭
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা আদায়কালে ৭ যুবককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের আলমপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কাজিপুরের আলমপুর এলাকার হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো. সোহেল (২২), বেলাল (৩০), সজীব (১৯), রুবেল (৩০)। আটককৃতরা কাজিপুর পৌরসভার নামে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় করছিলো। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ১৬৩ টাকা, ৮টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের বেশকিছু রশিদ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিন আক্তার জানান, আটককৃতরা বেশকিছুদিন ধরে রাস্তায় যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিলো।
আরও পড়ুনএমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
মন্তব্য করুন