বগুড়ার গাবতলীতে মুকুল খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে কৃষক ওসমান গনি ওরফে মুকুল মন্ডল (৪৫) খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত মুকুলের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে মেঘা মন্ডলকে প্রধান করে ১৭ জনের নামে এ মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আজ বুধবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তারা হলো-গড়েরবাড়ী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মেঘা মন্ডল (৫৫) ও সবুজ আলী মন্ডল (৫২) ও মেঘা মন্ডলের ছেলে মহসিন আলী মন্ডল (২২)।
জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে ওসমান গনি ওরফে মুকুল মন্ডলের সাথে একই গ্রামের জবেদ আলীর ছেলে মেঘা মন্ডলের ৮শতক জমির মালিকানা নিয়ে র্দীঘদিন আদালতে মামলা চলে আসছিল।
আরও পড়ুনএর জের ধরে গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার ওই জমিতে চাষকৃত মাসকলাই তুলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুকুল মন্ডল মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহত মুকুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে মুকুল মারা যান।
এ ঘটনায় নিহত মুকুলের স্ত্রী মমতাজ বেগম বাদি হয়ে মেঘা মন্ডলকে প্রধান করে ১৭ জনের নামে এবং আরও ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করে আজ বুধবার (৬ নভেম্বর) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম।
মন্তব্য করুন