ভিডিও বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

পাবনার সুজানগরে পদ্মার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং

পাবনার সুজানগরে পদ্মার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের সাতবাড়ীয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে দ্বিতীয় দফা জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এতে পদ্মাপাড়ের বাসিন্দাদের মনে স্বস্তি দেখা দিয়েছে। জানা যায়, বর্ষার ভরা মৌসুমে পদ্মা নদীর সাতবাড়ীয়া এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়।

ভাঙ্গনের মুখে পড়ে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা ফসলি জমি, শত শত বাড়িঘর, সাতবাড়ীয়া পদ্মা রিসোর্ট এবং সাতবাড়ীয়া মৎস্য আড়ৎ। এসময় এলাকাবাসী ভাঙন প্রতিরোধে পাউবো বেড়ার হস্তক্ষেপ কামনা করেন।

এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করার উদ্যোগ গ্রহণ করেন। পদ্মা নদীর পানি কমে যাওযার পর ওই এলাকায় দ্বিতীয় দফা ভাঙন দেখা দিয়েছে। পাউবো বেড়া অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গতকাল মঙ্গলবার থেকে দ্বিতীয় দফা জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম গ্রহণ করেছেন। ডাম্পিং কার্যক্রম বাস্তবায়ন করছে স্বচ্ছ এন্টারপ্রাইজ।

আরও পড়ুন

পদ্মাপাড়ের বাসিন্দা সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, জিও ব্যাগ ডাম্পিং করায় অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ হচ্ছে। তবে স্থায়ী ভাঙন প্রতিরোধে এলাকায় সিসি ব্লকের বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমে স্থায়ী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লুটুথ ৬.০: নতুন বৈশিষ্ট্যে প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য উন্নত অভিজ্ঞতা

প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে লজ্জানক হার বাংলাদেশের

নাটোরের সিংড়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

দিনাজপুরে সহিংসতা মামলায় ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

পাবনার সুজানগরে পদ্মার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং

বগুড়ার গাবতলীতে মুকুল খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩