ইসরায়েলের রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার (৬ নভেম্বর) রাতে এক বিবৃতিতে এমন দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। খবর : আল জাজিরা।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু ঘাঁটিতে আক্রমণকারী ড্রোনের একটি স্কোয়াড্রন পাঠিয়েছে। তবে এই হামলায় হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগেও হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলার দাবি করেছিল। যার মধ্যে একটি ইসরায়েলের বন্দর নগরী হাইফার কাছের নৌঘাঁটি এবং আরেকটি তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ঘাঁটি লক্ষ্য করে হয়েছে। যদিও ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি।
আরও পড়ুনএদিকে হিজবুল্লাহর আক্রমণের পরপর বৃহস্পতিবার ভোরে বৈরুতের দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। সঙ্গে জোরদার করেছে বোমাবর্ষণ। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাঈম কাসেম জানিয়েছেন, রাজনৈতিক পদক্ষেপ ইসরায়েলের হামলা বন্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন না। তবে তিনি এ-ও বলেন, ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ বন্ধ করলে পরোক্ষ আলোচনার একটি পথ থাকতে পারে।
মন্তব্য করুন