ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মেয়েদের সফলতায় বাবার ভূমিকা

মেয়েদের সফলতায় বাবার ভূমিকা

নিজের আলোয় ডেস্ক : প্রত্যেক নারী-পুরুষের প্রধান স্বপ্নগুলো থাকে তার সন্তানকে ঘিরে। সন্তানের জীবন, ভবিষ্যৎ ও সাফল্য নিয়ে সব সময়ই বাবা-মা চিন্তা করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থনা করে যান সন্তানের সুন্দর জীবন ও সাফল্যের জন্য। প্রতিটি মেয়ে তার বাবার কাছে অনেক আদরের। মেয়েরাও চায় জীবনের প্রতিটি পদক্ষেপে তার বাবা পাশে থাকুক, তাকে সমর্থন করুক, জীবনে কঠিন সময়ে তার হাত ধরে থাকুক। নারীর সাফল্যে বাবারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

লৈঙ্গিক বৈষম্য : বাবা যখন তার সন্তানদের ছেলে বা মেয়ে এই বিভেদ ছাড়াই লালন পালন করেন, তখন মেয়েও তার স্বপ্নপূরণে সমর্থ হন, সাহস পান নিরপেক্ষভাবে এগিয়ে যাওয়ার। সফলতা তখন নারীর হাতে এসে ধরা দেয়। এক্ষেত্রে বাবার কৃতিত্ব অনেক।
সন্তানের রোল মডেল বা আদর্শ হওয়া : একজন শিশু বা সন্তানের জন্য সবচেয়ে বড় রোল মডেল তার বাবা-মা। শিশুরা অনুকরণপ্রিয়। তারা সবসময় তাদের বাবা-মাকে আদর্শভাবে এবং সবকিছু অনুকরণ করে তাদের মতো হতে চায়। আর মেয়েরা স্বভাবতই তাদের বাবাকে বেশি অনুকরণ করে। এ কারণে বাবাকে বেশি সতর্ক থাকতে হবে। প্রকৃতপক্ষেই সন্তানের সুন্দর আগামীর জন্য সন্তানের সামনে নিজেকে রোল মডেল হিসেবে তৈরি করে উপস্থাপন করতে হবে।

বাড়ির ছোট ছোট কাজ করতে দেওয়া : বাবাদের কাছে মেয়েরা অনেক আদরের হয়। তাই অনেক বাবাই চান তাদের মেয়েরা যেন দুধেভাতে মানুষ হয়। তাই তারা তাদের মেয়েদের কোনো কাজ করতে দিতে চান না। কিন্তু সন্তানকে পাঁচ বছরের পর থেকেই বাড়ির ছোট ছোট দায়িত্ব দিতে হবে। এর মাধ্যমে তার দায়িত্ববোধ গড়ে উঠবে। এই দায়িত্ববোধের জ্ঞান তাকে জীবনের নানা ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। দায়িত্বশীল মানুষ একদিন না একদিন জীবনে সফলতা পায়। তাই মেয়েকে তার বয়স অনুপাতে দায়িত্ব দিতে হবে। যেমন- খেলার পর খেলনা গুছিয়ে রাখা, পড়ার টেবিল পরিষ্কার রাখা, জুতার ফিতা বাঁধতে শেখা ইত্যাদি।

কম মানসিক চাপ : মানসিক টানাপোড়েন থাকলে সন্তানের ওপর মানসিক চাপ পড়ে, যা আগামীতে তার জীবনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। মেয়েরা যেহেতু তার বাবার সঙ্গে বেশি ফ্রি হয়ে থাকে, তাই বাবাকে চেষ্টা করতে হবে মেয়ের সঙ্গে তার মানসিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা, তাকে ভারমুক্ত ও ইতিবাচক রাখা।

সন্তানের সঙ্গে সুসম্পর্ক : বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক যেন সুন্দর আর স্বাভাবিক হয় এজন্য বাবাকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। মেয়ের সুষ্ঠু সুন্দর বিকাশের জন্য বাবার সঙ্গে বন্ধনটা থাকতে হবে মজবুত।

ক্যারিয়ার গঠনে সহায়তা : প্রতিটি মেয়ে চায় সে স্বাবলম্বী হবে। এক্ষেত্রে বেশ বড় ভূমিকা পালন করেন তার বাবা। কেননা, আমাদের এই সমাজে মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে আজও অনেক কটু কথা শুনতে হয়। মেয়ে বড় হলেই শুনতে হয়, ‘মেয়ের তো বয়স হয়েছে। এবার বিয়ে দিয়ে দাও।’ কিন্তু একজন বাবা যদি সমাজের এসব কথাকে অগ্রাহ্য করে মেয়ের পাশে থেকে তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন তবে মেয়ে সহজেই সফলতা অর্জন করতে পারবে।

সাফল্যের জন্য সাধনা এবং বড় হওয়ার সুপ্ত ইচ্ছা জাগ্রত করা : জীবনে সফল হতে হলে লক্ষ্য থাকতে হয়, সেই সঙ্গে থাকতে হয় সাধনা, বড় হওয়ার সুপ্ত ইচ্ছা জাগ্রত করা। সন্তানকে তার লক্ষ্য স্থির করতে সাহায্য করতে হবে। কিন্তু কখনোই নিজের ইচ্ছা তার ওপর চাপিয়ে দেওয়া যাবে না। ছোট থেকেই লক্ষ্য স্থির করে সাফল্যকে ছোঁয়ানোর চেষ্টা করতে হবে। আর মেয়ের সাফল্যের এই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তার বাবাকে।

আরও পড়ুন

আর্থিক সহায়তা : প্রায় সব পরিবারেই বাবারা পরিবারের প্রধান উপার্জনকারী হন। তাই মেয়েদের আর্থিক সহায়তা, শিক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাবারাই সাহায্য করেন।

আত্মবিশ্বাস ও প্রেরণা : বাবা মেয়ের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করেন। তারা সন্তানের চেষ্টা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ব্যর্থতার পরেও তাকে পুনরায় চেষ্টা করতে উৎসাহিত করেন, যা নারীর সফলতায় অনেক বড় ভূমিকা পালন করে।
আবেগীয় সমর্থন : মেয়েদের জীবনে বাবার আবেগীয় সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার ভালোবাসা ও যত্ন মেয়েদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা তৈরি করে।

সুরক্ষা ও নিরাপত্তা : বাবা সন্তানের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করেন। এতে সন্তানরা নিরাপদ বোধ করে এবং আত্মবিশ্বাসী হয়। মেয়েদের জীবনে বাবার ছায়া বা পাশে থাকা অনেক বড় ভূমিকা পালন করে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা

‘আশ্বস্ত করছি বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না’

রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

বেক্সিমকোর কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ