বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে করতোয়া কনভেনশন সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : বগুড়ার অন্যতম বৃহৎ মিলনায়তন ‘করতোয়া কনভেনশন সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের জামিলনগরস্থ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ সংলগ্নে ওই কনভেনশন সেন্টারের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে প্রায় তিন শতাধিক মানুষকে আমন্ত্রণ জানানো হয়। অতিথির আগমনে অনুষ্ঠানস্থল যেন মিলনমেলায় পরিণত হয়।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধনের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন করতোয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, দৈনিক করতোয়া‘র নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা, বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকার, বীট মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, করতোয়া কুরিয়ার সার্ভিসের মহা-ব্যবস্থাপক জে কে সাহা, এড. মোজাম্মেল হক এপিপি, বিএসআরএম’র রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মো. মোস্তাফিজ, করতোয়া কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক মো. রিয়াদ হাসান, প্রোগ্রেস স্কুল ও কোচিং সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোবিন জিন্নাহ।
সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, করতোয়া গ্রুপের পরিচালক মহসিনা হাসনাত, দৈনিক করতোয়ার মফস্বল সম্পাদক জয়নাল আবেদীন, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে বগুড়ার মানুষের চাওয়া ছিল শহরেই একটি আধুনিক বৃহৎ মিলনায়তন। যেখানে গাড়ি পার্কিংসহ সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। একই সঙ্গে পাঁচ শতাধিক মানুষের আয়োজন করা যাবে।
আরও পড়ুনকরতোয়া কনভেনশন সেন্টার বগুড়ার মানুষের সেই আকাঙ্খা পূরণ করবে। এই মিলনায়তনটি শহরের মধ্যে হওয়ায় মানুষের যাতয়াতেও তেমন সমস্যা হবে না। এটি শুধু বগুড়ায় নয়, উত্তরাঞ্চলের মানুষের আকাঙ্খা পূরণ করবে।
অনুষ্ঠানে করতোয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বলেন, মানুষ পারে না বা মানুষের কাছে অসম্ভব বলে কোন কথা নেই। শুধু থাকতে হবে সদিচ্ছা, পরিশ্রম ও সততা। এই তিনটি গুণাবলী যদি কোন মানুষের মধ্যে থাকে তবে তিনি অবশ্যই সফল হবেন এবং সফলতার চূড়ান্ত শিখরে একদিন পৌঁছুবে।
তিনি আরও বলেন, করতোয়া গ্রুপের নতুন সংযোজন ‘করতোয়া কনভেনশন সেন্টার’। এটি এই শহরবাসীর দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষিতেই আমি উদ্যোগ নিয়েছি।
মন্তব্য করুন