ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে উত্তাল জিরো পয়েন্ট

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে উত্তাল জিরো পয়েন্ট, ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার (১০ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। এ সময় ‘আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’সহ নানারকম স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। সচিবালয় রোডের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছে সেখানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের কারণে জিরো পয়েন্টসহ আশপাশের সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচলসহ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক