ভিনির হ্যাটট্রিক, গোল শূন্য এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ও এসি মিলানের বিপক্ষে টানা পরাজয়ের পর বেশ সমালোচনায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের ছন্দহীন পারফরম্যান্স এবং কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে নানা প্রশ্ন উঠছিল। কিন্তু সব সমালোচনার মোক্ষম জবাব দিয়ে রিয়াল মাদ্রিদ দুর্দান্তভাবে মাঠে ফিরে এসেছে।
শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। দলের এমন জয়ে প্রধান নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। তিনি হ্যাটট্রিক করে রিয়ালকে দুর্দান্ত জয় এনে দেন। ম্যাচে গোল করেছেন জুড বেলিংহামও, যিনি ১৭৯ দিন পর গোলের দেখা পেলেন। তবে খালি হাতে ফিরতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল রিয়াল। প্রথমে রদ্রিগোর শট প্রতিপক্ষ গোলরক্ষক সার্জিও হেরেরা ঠেকিয়ে দেন। ২০ মিনিটে রদ্রিগো এবং ৩০ মিনিটে এডার মিলিতাও চোট পেয়ে মাঠ ছাড়েন, তবুও রিয়ালের আক্রমণের ধার কমেনি। উল্টো ৩৪ মিনিটে বেলিংহামের পাস থেকে ক্লাসিক ভিনিসিয়ুস শটে প্রথম গোলটি করেন তিনি। ৪২তম মিনিটে বেলিংহাম দুর্দান্ত এক লং শটে দ্বিতীয় গোলটি করেন, যা চলতি মৌসুমে তার প্রথম গোল।
আরও পড়ুনদ্বিতীয়ার্ধেও রিয়াল একই আক্রমণাত্মক খেলা ধরে রাখে। ৬১তম মিনিটে গোলরক্ষক আন্দ্রে লুনিনের অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। এরপর ৬৯তম মিনিটে ব্রাহিম দিয়াজের কাছ থেকে বল পেয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রায় দুই বছর পর হ্যাটট্রিক পেলেন তিনি। তার সবশেষ হ্যাটট্রিকটি ছিল লা লিগায় ২০২২ সালের ১২ মে, লেভান্তের বিপক্ষে। এমন বড় জয়েও গোল পাননি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। গোলে সহায়তাও দিতে পারেননি তিনি। টানা চার ম্যাচে গোল শূন্য থাকলেন ফ্রান্সম্যান। মৌসুমে ১৫ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। অন্য দিকে ভিনি মৌসুমে করেছেন ১২ গোল, ১৭ গোলে অবদান তার। এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চলতি মৌসুমে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।
মন্তব্য করুন