ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

লজ্জার রেকর্ড গার্দিওলা-ম্যানসিটি’র

লজ্জার রেকর্ড গার্দিওলা-ম্যানসিটি’র, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মৌসুম শুরুর আগে থেকেই ইউরোপীয় ক্লাবগুলো ইনজুরির সতকর্তা শুনিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট তাদের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। তারই প্রভাব-একের পর এক ফুটবলারের ইনজুরি। চোটে বিপর্যস্ত ম্যানচেস্টার সিটিও মাঠে তার নেতিবাচক ফল পাচ্ছে। ১৮ বছরে এই প্রথম টানা চার ম্যাচে হেরেছে ইতিহাদের ক্লাবটি, যা পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারেও প্রথমবার ঘটল।

প্রতিপক্ষের মাঠে গতকাল শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তারা দুই গোল হজম করে। ম্যানচেস্টার সিটি ১৮ বছরের মধ্যে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি ম্যাচ হারল। এর আগে সবশেষ তাদের এমন অভিজ্ঞতা হয়েছিল স্টুয়ার্ট পিয়ার্সের কোচিংয়ে, ২০০৬ সালে। এর দুই বছর পরই আবুধাবির ধনকুবের শেখ মানসুর মালিকানায় নেন সিটি। অন্যদিকে, ২০০৬ সালের পর থেকে ম্যানেজারিয়াল ক্যারিয়ারে কখনও এমন দিন দেখেননি ম্যানসিটির কোচ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ হয়ে এখন ম্যানচেস্টার সিটির ডাগআউটে আছেন এই স্প্যানিশ কোচ। কিন্তু সিনিয়র ফুটবলের এই ক্যারিয়ারে কখনোই তাকে টানা চার ম্যাচ হারতে হয়নি। ম্যানচেস্টার সিটিতে এবার সেটাই দেখতে হলো তাকে। 

এর আগে ২০১৪-১৫ মৌসুমে বায়ার্ন মিউনিখে থাকাকালে গার্দিওলা টানা তিন ম্যাচ হেরেছিলেন। জার্মান কাপে তার দল টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় হার নিশ্চিত করে। আগের দুটি ম্যাচ হারে বুন্দেসলিগা, যদিও জার্মানির সর্বোচ্চ প্রতিযোগিতার টাইটেলটি ততদিনে তারা জিতে নিয়েছে। চার মৌসুমে টানা প্রিমিয়ার লিগের টাইটেল জেতা সিটিতে কী গার্দিওলার সুখের মুহূর্ত ফুরিয়ে এলো? এই প্রশ্নে স্প্যানিশ এই কোচেরে জবাব, ‘মানুষ এটাই চাচ্ছে, না? এটাই স্বাভাবিক আমরা অনেক জিতেছি। আমি আমার হাতে থাকা স্কোয়াড নিয়ে নিজের চেষ্টাটা করতে চাই।’

আরও পড়ুন

সিটি’র এমন দশা যেন হওয়ারই কথা ছিল! কারণ দলটি যে একপ্রকার হাসপাতালে পরিণত হয়েছিল একের পর এক চোটের ধাক্কায়। গত মৌসুমের পারফরম্যান্সে ব্যালন ডি’অরজয়ী রদ্রিগো হার্নান্দেজ ছিটকে গেছেন এসিএল ইনজুরিতে। এছাড়া চার সেন্টারব্যাক রুবেন দিয়াজ, জন স্টোন্স, ম্যানুয়েল আকাঞ্জি ও নাথান অ্যাকেকে পাচ্ছেন না গার্দিওলা। কেভিন ডি ব্রুইনা গতকাল ইনজুরি থেকে ফিরলেও তিনি পুরো ফিট নন। এর বাইরে কাইল ওয়াকার, জ্যাক গ্রিলিশ, জেরেমি ডকু, অস্কার ববরাও ইনজুরিতে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক