আওয়ামীলীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল
বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে রাষ্ট্রক্ষমতা থেকে পতন হওয়া আওয়ামী লীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সায়েদুর রহমান, আবু হুরাইরা, রত্না খাতুন, মনির হোসেন, রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুনবক্তারা, আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বিগত দিনে তাদের জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার বিচারের দাবি জানান। সেই সঙ্গে আবারও দেশে স্বৈরাচার কায়েমের চেষ্টা করা হলে তা শক্ত হাতে ছাত্র-জনতা রুখে দিবে বলেও হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন