ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গণজমায়েত

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গণজমায়েত, ছবি: দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : আওয়ামী লীগের বিচারের দাবিতে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে  আজ রোববার (১০ নভেম্বর) বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও গণজমায়েত করেছে। প্রতিনিধিদের পাঠানো এসংক্রান্ত খবর-

পঞ্চগড় : বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে এবং তাদের অপতৎপরতা রুখে দিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ।

দিনাজপুর : ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আওয়ামী লীগের বিচারের দাবিতে দিনাজপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড. আনিসুর রহমান, মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল নিশাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, সহ-সভাপতি রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন প্রমুখ।

রংপুর : রংপুরে বিকেলে নগরীর লালবাগ এলাকা হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও লালবাগে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান আহমেদ, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, ইমতিয়াজ আহমেদসহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগ ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে রাজপথ ভিজিয়েছে। সে রাজপথ এখনও ভেজা। আওয়ামী লীগকে দমন করতে প্রয়োজন হলে আবারও সাঈদ-মুগ্ধরা জন্ম নেবে।

রাজশাহী : আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেন তারা। এরআগে বিভিন্ন স্কুল কলেজ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগ এরা সারাদেশে রাজপথে নামার ঘোষণা দিয়েছিলো। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা সবসময় প্রস্তুত তাদের রুখে দেওয়ার জন্য। এসময় গণজমায়েতে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

নাটোর : আওয়ামী ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলায় নাটোরের বিভিন্ন স্থানে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি। শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থান নেয় জামায়াতে ইসলামী। পরে সেখানে তারা বিক্ষোভ মিছিল করে।

সদর উপজেলা জামায়াতের আমির নুরুন্নবীর নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়। নাটোর শহর জামায়াতের আমির মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, সদর থানা আমির মাওলানা মীর নুরুন্নবী প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা যাতে রাজপথে নৈরাজ্য  সৃষ্টি করতে না পারে সে জন্য রাজপথে অবস্থান নেয় ছাত্রদল। অবস্থান কর্মসূচি চলাকালে এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সহ-সভাপতি ইমরান আনসারি, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয় প্রমুখ।                                                                                                   

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদের সঞ্চালনার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল মমিন, মেহেদী হাসান, বিল্টু, রিনভি, রওজাতুল, সজীব, আদনান প্রমুখ। বক্তারা বলেন, ১৬ বছর দেশের গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, স্বৈরাচারী আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়। তাদের বিচার বাংলার মাটিতে না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নেই। সে অধিকার জনগণ দেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট

ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগ 

গাজা ও লেবাননজুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০৭

কপ২৯ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পুলিশে ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ