রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা
রংপুর প্রতিনিধি : বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা যৌথ উদ্যোগে রংপুর নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় জামান ইউপিভিসি পাইপ নামে একটি ফ্যাক্টরি লাইসেন্সবিহীন তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুনঅভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসক কর্যালয়ের সহকারী কমিশনার জাকিয়া সুলতানা রোজি, প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম ও আহসান হাবীব।
মন্তব্য করুন