শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীর সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মাহাবুবুর রহমান পলাশকে (৫০) পৌরসভার বিনোদপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. মাহাবুবুর রহমান পলাশ রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকেন। ওই সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে শিক্ষার্থীদের জখম করে।
এ ঘটনায় গত ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, দক্ষিণ ভবানীপুর গ্রামের জামাল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ঘটনার সঙ্গে জড়িত আসামি মো.মাহাবুবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন