ভারতকে ছাড়াই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি!
স্পোর্টস ডেস্ক : আগামী বছর পাকিস্তানে বসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বিসিবিআই সাফ জানিয়ে দিলো পাকিস্তানে খেলতে যাবে না ভারত। আর পাকিস্তানও নাছোড়বান্দা, এবার তারাও ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স আয়োজনের কথা ভাবছে।
নিজেদের সিদ্ধান্ত জানিয়ে এ সপ্তাহের শুরুতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি’র কাছে ই-মেইল করেছিল ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই চিঠি এখন পিসিবি’র হাতে। আর তাতেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোড (পিসিবি)। পাকিস্তান সরকার ও পিসিবি’র সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মহসীন নাকভির নেতৃত্বাধীন বোর্ড ভারতকে ছাড়াই আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে। শুধু তা-ই-নয়, ভবিষ্যতে ভারতের কোনও টুর্নামেন্টে না খেলার মতো সিদ্ধান্তও নেওয়া হচ্ছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা রয়েছে। আট দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করার কথা ছিল আজ (১১ নভেম্বর)। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর তা স্থগিত করা হয়েছে। পিসিবি সূত্রে সামা টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ভারত সরকার পাকিস্তানে দল পাঠানো নিয়ে একগুঁয়েমি অবস্থান ধরে রাখায় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ‘মাইনাস ইন্ডিয়া’ ফর্মুলার কথা ভাবা হচ্ছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তটি জানিয়েছে আইসিসিকে ই-মেইল পাঠিয়ে। পরে আইসিসি জানিয়েছে পিসিবিকে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসির মাধ্যমে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার কথা ভাবছে।
আরও পড়ুনপাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করলে কিংবা ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে মুখোমুখি না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান। কারণ, সম্প্রচার স্বত্ত্বসহ আইসিসি’র আয়ের বড় অংশই আসে ভারতের বাজার থেকে। তবে পিসিবির কর্মকর্তারা মনে করছেন, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। যে কোনো টুর্নামেন্টে উত্তেজনার পারদ বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচই মূখ্য ভূমিকা রাখে। শুধু ভারত নয়, ক্রিকেট বাজারে পাকিস্তানেরও উল্লেখযোগ্য পরিমাণে হিস্যা আছে।
সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল ভারত। আর দুই দলের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে। এরপর এক দশকের বেশি সময় ধরে আইসিসি ও এসিসি’র ম্যাচ ছাড়া ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি।
মন্তব্য করুন